Breaking News

বেহাল রাস্তা সারানোর দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ, দীর্ঘ এক ঘন্টা ট্রেন আটকে হবিবপুরে

 

   বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ দীর্ঘদিন ধরে নদীয়ার রানাঘাট পঞ্চায়েত সমিতির রামনগর দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হবিবপুর খ্রিস্টানপাড়া লেভেল ক্রসিং রেলগেট ট্রেন চলে যাওয়ার আগে এবং পরে গেট উঠে সড়কপথে যানচলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায় আর এই নিয়ে এলাকাবাসীর ক্ষোভ। ওই লেভেল ক্রসিং সংলগ্ন হবিবপুর থেকে বীরনগর তাহেরপুর যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিচের রাস্তাটি দীর্ঘদিন মেরামতি না হওয়ার কারণে রাস্তার পাথর বেরিয়ে বিপদজনক অবস্থা তৈরি হয়েছিল যা রেল কর্তৃপক্ষকে মৌখিক ভাবে হলেও কাজ হচ্ছিল না বলে দাবি এলাকাবাসীর। গত দুদিন আগে ওই এলাকায় অচিন্ত্য বিশ্বাস এবং অপর দুই যাত্রী গুরুতর জখম হন রাস্তা খারাপের কারনে, এরপরেও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের অবশেষে এদিন সকাল আটটা থেকে রেললাইনের ওপর বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভের জেরে একদিকে যেমন সড়ক পথ অবরুদ্ধ হয় তেমনি রেলপথও। ০৮:৪৫ এ ডাউন শান্তিপুর ছেড়ে এসে বিক্ষোভের মধ্যে পড়ে। রেল সূত্রে জানা যায় ০৮:৫০ থেকে ০৯:৫৮ পর্যন্ত থমকে যায় ট্রেন। 

একদিকে যেমন রানাঘাট আরপিএফ এবং রেল অধিকর্তা ঘটনাস্থলে পৌঁছায়, অন্যদিকে রানাঘাট থানার পুলিশ ও পৌঁছায় ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও তাদের দাবি এখনই শুরু করতে হবে কাজ, বিক্ষোভের তীব্রতা দেখে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তড়িঘড়ি শুরু হয় রাস্তার পাথরের উপর মাটি ফেলা, এলাকাবাসী কিছুটা আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে সরে আসলেও কাজের ধারাবাহিকতা বজায় না থাকলে আবারও ধন্যবাদ বড়োসড়ো বিক্ষোভে নামার হুমকি দিয়েছেন।

Burdwan Today অ্যাপ এসেছে। সমস্ত সদস্য নিচের লিঙ্কে ক্লিক করে অবিলম্বে যোগদান করুন এবং আপনার সদস্য পরিচয়পত্র পান – Powered by Kutumb App

https://kutumb.app/burdwan-today?slug=6aa5d97ccecb&ref=LZJDG

About Burdwan Today

Check Also

৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস

টুডে নিউজ সার্ভিসঃ  মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *