টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হ্যাঁ এই নাম টা শুনলেই বাঙালীর মনে পুজো পূজো ভাব চলে আসে। আগুন ঝরা কণ্ঠে মহালয়ার স্তোত্র শুনলেই গায়ে কাঁটা দেয় প্রত্যেকটি বাঙালির গায়ে, সারা বছর অপেক্ষা করে থাকে ওই একটি দিনের জন্য রেডিওটা একবার হলেও ভোর চারটের সময় অন করার জন্য। আর সেই রেডিও অন করার প্রধান কারণ হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বুধবার অর্থাৎ ৪ আগস্ট তার ১১৭ তম জন্মদিবস। উত্তর কলকাতার মানুষ ছিলেন তিনি, গান, আবৃত্তি, ভাষ্যপাঠ সবেতেই ছিল নৈপুণ্যতার ছোয়া।
উত্তর কলকাতার শ্যামপুকুরে তার নাতি শোভন গোপাল দত্তের সৌহার্দ্য আজকের এই শুভদিনটি সাড়ম্বরে পালিত হলো। তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সকলেই। গান, কবিতা, স্তোত্র পাঠের মাধ্যেমে বুধবার এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করা হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পূজা পাঁজা ও তার অসংখ্য গুণমুগ্ধরা।
Social