টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করায় শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপির চক্রান্তের অভিযোগ তোলে।
রবিবার বর্ধমানে ডিভিসি মোড়ের বিজেপি জেলা পার্টি অফিসে কিষাণ মোর্চার বৈঠকে উপস্থিত হয়ে তার পাল্টা জবাব দিয়ে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু বলেন, বিজেপি চক্রান্ত করলে কেন প্রণব চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে করবে? তাঁকে কে চেনেন? বিজেপি চক্রান্ত করলে অভিষেকের বিরুদ্ধে করবে। বিজেপি চক্রান্ত করলে তৃণমূলের কোনো নেতা-মন্ত্রীই জেলের বাইরে থাকতো না। তবে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর এই মন্তব্যের বিরুদ্ধে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।