Breaking News

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে

  

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে। অভিযোগ, বর্ধমান শহরের লোকো রেল কলোনির বাসিন্দা বিজেপি কর্মী অপূর্ব দাস বুধবার  সকালে নিজের টোটো নিয়ে কালনাগেট থেকে স্টেশনের দিকে যাচ্ছিলো। সেই সময় ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসের সামনে মহম্মদ সেলিমের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তার রাস্তা আটকায়।  তাকে মাটিতে ফেলে মারধর করে তৃণমূল কর্মীরা।  এমনকি থানায় অভিযোগ করলে তাকে অন্য আইনে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কোনোভাবে টোটো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন বলে জানিয়েছেন বিজেপি কর্মী অপূর্ব দাস। গোটা ঘটনা নিয়ে বর্ধমান থানার দারস্থ হয়েছেন অপূর্ব বাবু। মহম্মদ সেলিম সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

   

    অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল নেতা মহম্মদ সেলিম। এটা কোনো রাজনৈতিক ঝামেলা নয় বলে জানিয়েছেন তিনি।  ঐ এলাকার একটি মেয়েকে কয়েকদিন ধরে উত্যক্ত করছিন অপূর্ব দাস। মেয়েটির বাড়িতে গিয়ে হুমকিও দিয়েছিল। এনিয়ে দুইপক্ষই আমাদের কাছে এসেছিল, আমরা তাদের বুঝিয়ে মিটমাট করার চেষ্টা করেছি। অপূর্ব দাস এলাকায় বিজেপি করে, আমরা তাকে এই বিষয় নিয়ে সাবধান করেছি মাত্র। আমার বিরুদ্ধে উনি অভিযোগ করেছ, পুলিশ তদন্ত করে দেখুক। আমি দোষী সাব্যস্ত হলে আইন আমার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে।

About Burdwan Today

Check Also

হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী

টুডে নিউজ সার্ভিস, হুগলীঃ হুগলীর চন্দননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক রোগী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *