তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাগডাঙ্গা সাহারানপুর এলাকার মনসা পুজো আনুমানিক ৫০ বছরের পুরনো। বাগডাঙ্গার এই মনসা পুজো বর্তমানে শুধু পাঠা বলি হয় বলে জানিয়েছেন পূজা উদ্যোক্তারা। এই পুজোকে কেন্দ্র করে নরনারায়ণ সেবারও আয়োজন করত পুজো উদ্যোক্তারা কিন্তু গত দু’বছর ধরে অতিমারির কারণে নরনারায়ন সেবার অনুষ্ঠান তারা বন্ধ রেখেছে।
প্রতি বছরের ন্যায় এবছরও বাগডাঙ্গা বাশি মনসা পূজায় মেতেছে তবে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এবছর তাদের মনসা পূজায় ব্রতী হয়েছে বলে জানিয়েছে পূজা উদ্যোক্তারা।
