তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে বুধবার হেলিকপ্টারে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলা সফরে প্রশাসনিক বৈঠক করতে বহরমপুরের রবীন্দ্র সদনে আসছেন তার আগে ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিকপ্টার থেকে নেমে বহরমপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে যান এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
মালদা থেকে প্রশাসনিক বৈঠক সেরে আকাশপথে মুর্শিদাবাদে এসে পৌঁছানোর আগে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল বহরমপুর শহর।
Social