Breaking News

বর্ষ শুরুর আগেই দুঃস্থ মানুষদের পাশে হৃদমাঝারে

 

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ ২০২১ বর্ষ শেষ এবং ২০২২ বর্ষ শুরুর আগেই দুঃস্থ মানুষদের পাশে হৃদমাঝারে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গাংপুর হাটতলা দেশবন্ধু সংঘের কাছে দুঃস্থ মানুষদের হাতে  শীতবস্ত্র, ছোটদের নতুন বছরের ডায়েরি, পেন এবং বাচ্চাদের জন্য নতুন বছরের প্রত্যেক রবিবার বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণের ব্যবস্থা করল  হৃদমাঝারে। বছর শেষে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে একই সাথে বাচ্চাদের অঙ্কনের ব্যবস্থা করে স্থানীয় মানুষদের মন জয় করে নিল  হৃদমাঝারে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত ও ছোটদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।  এদিন উদ্বোধনী মঞ্চ থেকে গুনিজন এবং সংবাদমাধ্যমের কর্মীদের  সংবর্ধনা দেওয়া হয়। শীতের মাঝে শীতবস্ত্র পেয়ে এবং ছোটোরা নতুন বছর নতুন উপহার পেয়ে ভীষন খুশি। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

এদিন উপস্থিত ছিলেন হৃদমাঝারে গ্রুপের সম্পাদক অতনু মাঝি, ডাঃ অতুসী মাঝি বিশ্বাস, প্রেমাংশু ঘোষ, মনবেস মিদ্দা, খুশি চক্রবর্তী, দেবরাজ গড়াই সহ অন্যান্য সদস্যরা

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *