প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বর্ধমান শহরের ধোকরাসাহিদ এলাকা থেকে একটি বিষধর গোখরো সাপ উদ্ধারে চাঞ্চল্য। ওই এলাকার বাসিন্দা লক্ষ্মী নারায়ণ হালদার নামে এক গৃহস্থের বাড়িতে এই বিষধর সাপ ঢুকে যায়। বাড়ির সদস্যরা সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের খবর দেওয়া হলে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর বিষধর গোখরো সাপটি উদ্ধার করে।
অর্ণব দাস জানান, উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক গোখরো সাপটি প্রায় পাঁচ ফুটের মতো লম্বা। সাপটি খাবারের খোঁজে বাড়িতে ঢুকে পড়ে, ফলে বাড়ির সকলে আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। উদ্ধার হওয়া সাপটিকে প্রাথমিক চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অর্ণব বাবু বলেন,আগে মানুষ সাপ বিষধর বা নির্বিষ হোক তা না জেনেই মেরে ফেলত এখন বুঝেছে পরিবেশে বেঁচে থাকতে গেলে এদেরও খুব প্রয়োজন। তাই এখন সাপ না মেরে আমাদেরকে খবর দিচ্ছেন আমরা গিয়ে তা উদ্ধার করে বন দপ্তর কিংবা গভীর জঙ্গলে ছেড়ে দিই ।