প্রবীর মণ্ডল, বর্ধমানঃ শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের রথতলা বাঁকার ধার থেকে মাছ ধরার জালে আটকে পড়ে এক বিষধর শাঁখামুঠি সাপ। এলাকাবাসীরা দেখতে পেয়ে অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাসকে ফোন করে সাপটিকে উদ্ধারের জন্য। ফোন পেয়ে অর্ণব দাস ঘটনাস্থলে পৌঁছে জালে আটকে পড়া শাঁখামুটি সাপটিকে উদ্ধার করে।
পাশাপাশি, অর্ণব দাস জানান, উদ্ধার সাপটি স্ত্রী সাপ, যা লম্বায় প্রায় ৪ ফুটের। এদের প্রধান খাদ্য অন্য বিষধর সাপ। তাই এই সাপটি পরিবেশের জন্য খুবই উপকারী। কিন্তু মানুষ নির্দ্বিধায় এদের মেরে ফেলার জন্য হঠাৎ করে এই সাপের সংখ্যা একদম কমে গেছে। এরা নিশাচর আর খুবই লাজুক সাপ এই সাপের দ্বারা পরিবেশের একটা ভারসাম্য বজায় থাকে এদের সংখ্যা কমে যাওয়ার জন্য পরিবেশে একটা বড় প্রভাব পড়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়ার সাপটিকে দ্রুততার সাথে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি সাপটিকে দেখার জন্য ভিড় জমান এলাকাবাসীরা।
Social