অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ বর্ধমানে জাতীয় সড়কে চার লেন থেকে ছয় লেন হওয়ার কাজ শুরু হয়েছে। যার ফলে পাল্লার মোড়ে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং সকাল হলেই পাল্লার মোড়ে পাইকারি সবজি বাজারও বসে। ফলে জাতীয় সড়কের পাশের লোকসমাগম হয় এবং যখনতখন বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি এই মোড়ে জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন এবং দুর্ঘটনায় প্রাণও গেছে। তাই এলাকাবাসী দীর্ঘদিনের দাবি এই মোড়ে একটা ফ্লাইওভার করা হোক।
ফ্লাইওভারের দাবি নিয়ে তাঁরা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ককে জানান। তারপর বর্ধমান দু’নম্বর ব্লকের পাল্লা মোড়ে ফ্লাইওভার তৈরির জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। মঙ্গলবার সেই আবেদন ক্ষতিয়ে দেখতে পাল্লা মোড়ে পরিদর্শনে আসেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি দল। তারা বিধায়ককে সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শন শেষে তারা জানান, জাতীয় সড়ক চার লেন থেকে ছয় লেন করার কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পাল্লা মোড়ে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এখানে একটা ফ্লাইওভার খুবই জরুরী। তাদের এই আশ্বাসে খুশি সকলে।
Social