টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের গোলাপবাগ ইউআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে শুক্রবার ছাত্র-ছাত্রীদের জন্য করোনা টিকাকরণ শিবির করা হয়। কলেজের প্রিন্সিপাল অভিজিৎ মিত্র জানান, ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে যা জানতে পারা গেছে তাতে প্রায় ৫০ জনের অধিক ছাত্র-ছাত্রীদের করোনার প্রথম টিকাকরণ হয়নি। আবার কয়েকজনের দ্বিতীয় টিকাকরণের দু-এক দিন বাকি আছে, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এই টিকাকরণের ব্যবস্থা করা হয়।
এদিন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দীপাঞ্জন দাস জানান, কলজের গেটের সামনে হেল্প ডেক্স করা হয়, যেখান থেকে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং ভ্যাকসিন নিতে আসা ছাত্র-ছাত্রীদের সব রকমের সহযোগিতা করেন তারা।
Social