সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ প্রতিদিনকার মতো বৃহস্পতিবার দূর্গাপুরের বেনাচিতির উত্তরপল্লীতে বিক্রি বাটরা করতে বসেছিলেন বছর ৫৫-র গোবিন্দ হালদার। অভিযোগ, এক মহিলা গ্রাহকের সাথে দু-চার কথা হতে হতে হঠাৎই জনা কয়েক দুষ্কৃতী এসে গোবিন্দ হালদার নাম এই ফল ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় ওই ফলের ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করলেও বেনাচিতি বাজারের এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রকাশ্যে দিনের আলোয় ভরা বাজারে এই ঘটনা ঘটায় এখন রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যাবসায়ীরা, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সূত্রমাফিক জানা গেছে, বেনাচিতি বাজারে উত্তরপল্লীর কাছে ফুটপাতে ফল বিক্রি করতো গোবিন্দ হালদার, বৃহস্পতিবার বিকেলে এক মহিলা গ্রাহকের সাথে বিক্রি বাটরা নিয়ে দু-এক কথা হতে হতে বচসা শুরু হয়ে যায়, এরপরই সামনের নিশান হাট বস্তি থেকে দু একজন ঐ মহিলার সাথে এসে গোবিন্দ হালদার নামে ঐ ফল বিক্রেতাকে সামনের একটি বিল্ডিং এর সিঁড়ির মধ্যে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে, আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দ বাবুকে স্থানীয়রা দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের দাদা বামদেব মন্ডলের দাবি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। প্রকাশ্য দিনের আলোয় এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগের ঘটনায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা, যদি পুলিশ কোনোরকম ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজনে বড় আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন ব্যবসায়ীরা। সূত্রমাফিক জানা গেছে, দুর্গাপুর থানার পুলিশ এক মহিলাকে ও এক পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেনাচিতি বাজারের সিসিটিভি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। গোবিন্দ হালদার নামে ঐ ফল ব্যবসায়ী পূর্ব বর্ধমানের আউশগ্রামে থাকে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছে।
Social