বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার চাকদহের রাউতাড়ী গ্রাম পঞ্চায়েতের খোঁড়গাছি ঘোষপাড়া মোড়ে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। অবরোধকারীদের দাবি, জাতীয় সড়কের লাগোয়া পি.ডব্লু.ডি -এর একটি পুকুর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দখল করে প্রমোটিং করার চেষ্টা চালাচ্ছে । অথচ ঐ পুকুরটি সাড়া বছর স্থানীয় চাষীরা ব্যবহার করে।
পুকুরটিকে দখল মুক্ত করতে ইতি পূর্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ চাকদহের বি.এল.আর.ও-কে লিখিত অভিযোগ ও করা হয়েছে। এর পরেও জনৈক পুলিশকর্মী পুনরায় পুকুরটি দখল করার চেষ্টা করায় অবশেষে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবশেষে চাকদহ থানার আইসি বিমান কুমার মৃধা তদন্তের আশ্বাস দেন। এরপর অবরোধকারীরা অবরোধ তুলে নেন।