পাপু লোহার, দুর্গাপুরঃ পুলিশ অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগে কাঁকসার রথতলা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। বীরভূমের এক বাসিন্দা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। প্রশান্ত চক্রবর্তী ও অর্জুন দে নামের ওই দুই যুবকের বাড়ি কাঁকসা রথ তলায়। যার মধ্যে প্রশান্ত চক্রবর্তী তৃণমূলের সাথে যুক্ত।
এই ঘটনায় বিজেপির অভিযোগ রাজ্যে এখন সব ভুয়ো কারবার চলছে। কত কি দেখার বাকি আছে এখনও। তৃণমূলের ছেলেরাই পুলিশ সাজবে লুট করবে এটাই তো স্বাভাবিক।
যদিও কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন প্রশান্ত চক্রবর্তী দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে যুক্ত নেই। পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ আইন মাফিক ব্যবস্থা নেবে।