তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের কান্দি থানার বাগডাঙ্গা এলাকার কিছু শিক্ষিত বাসিন্দা সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শুরু করেছেন বিনামূল্যে কোচিং পরিষেবা। বিনামূল্যে এই কোচিং পরিষেবায় দারিদ্র্যসীমায় থাকা শিক্ষিত দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষার আঙিনায় আনতে পেরে খুবই খুশি সকলে।
কান্দি শহরে ৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতী তৈরি করেছেন এই বিশেষ প্রশিক্ষণ সংস্থার, যেখানে বিনামূল্যে কোচিং করানো হয়। সংস্থার কর্ণধার ডাক্তার দেবব্রত সিংহ জানিয়েছেন, শিক্ষক দিবসের দিন আমরা এই সংস্থাটি তৈরি করেছি। মূল উদ্দেশ্য অর্থের অভাবে, যে সকল ছাত্র-ছাত্রী কোচিং পরিষেবা নিতে পারেনা তাদেরকে বিনামূল্যে কোচিং পরিষেবা দেওয়া।
বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় ৪০ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এই ছাত্রছাত্রীর সংখ্যা আরো বাড়বে এবং সপ্তাহের ৭ দিনই আমাদের পড়ানোর পরিকল্পনা রয়েছে। অপরদিকে এই কোচিং সেন্টারে লেখাপড়া করতে পেরে এলাকা দুঃস্থ গরীব ঘরের ছেলে মেয়েরা খুবই খুশি।
Social