টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের পূর্ব বর্ধমানের পারবিরহাটা ট্রাফিকের পক্ষ থেকে অভিযান চালানো হয় পুলিশ লাইন এলাকায় বৃহস্পতিবার।এদিন পারবিরহাটা ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনের নেতৃত্বে বিশেষ অভিযান চলে পুলিশ লাইন এলাকায়। যেসমস্ত দু-চাকা বাইক নো পার্কিং জোনে দাঁড়িয়ে ছিলো রাস্তার ধারে সেই বাইকগুলো ধরে ফাইন করা হয়। এদিন রাস্তার ধারে বাইক রাখায় সাধারন মানুষের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এছাড়াও যারা হেলমেট ছারা বাইক চালাচ্ছে তাদেরকেও ধরে ফাইন করা হয়।প্রতিনিয়ত রাস্তায় দূর্ঘটনা ঘটছে বার বার জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইন বার্তা দিয়ে তবুও এখনও মানুষ সচেতন নয়।
এছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তার উপর দু চাকা, চারচাকা নো পার্কিং করে রেখে দিচ্ছে। নো পার্কিং নিয়েও প্রতিদিন ট্রাফিকের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তাও কিছু মানুষ প্রশাসনের নিয়মকে অমান্য করেই রাস্তার উপর এখন গাড়ি দাড় করিয়ে রাখছে। এদিন বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাইকে নো পাকিং জোনে রাখায় ফাইন করা হয়।