Breaking News

পানাগড় বায়ু সেনা ছাউনিতে পৌঁছালো মুর্শিদাবাদের শহীদ জওয়ানের নিথর দেহ

 

পাপু লোহার, পানাগড়ঃ অবশেষে সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় বায়ু সেনা ছাউনিতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছায় মনিপুরে সন্ত্রাসবাদী হামলায় শহীদ মুর্শিদাবাদের বাসিন্দা আসাম রাইফেলের জওয়ান শ্যামল দাসের শবদেহ। রবিবার পানাগড় বায়ু সেনা ছাউনিতে শহীদের শবদেহ নিয়ে আসার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার শবদেহ নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি এমনটাই সেনা সূত্রে জানা যায়।

সোমবার সকালে পানাগড় বায়ু সেনা ছাউনিতে শহীদ শ্যামল দাসের শবদেহ নিয়ে আসা হলে শহীদ শ্যামল দাসকে গান স্যালুট দেওয়ার পাশাপাশি শবদেহে ফুলের তোড়া দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। এর পরে সেখান থেকে শহীদের শবদেহ সড়ক পথে সকাল ১১টা ১৫ নাগাদ কনভয় করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় সেনা জওয়ানরা।

সোমবার সকাল থেকে সেই খবর চাউর হতেই পানাগড় বায়ু সেনা ছাউনির সামনে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, তারা খবর পেয়ে ছুটে আসেন শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানাতে। প্রিজন ভ্যানে করে শহীদ জওয়ানের শবদেহ নিয়ে যাওয়ার সময় পানাগড় বায়ু সেনা ছাউনির গেটের সামনে তাকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। তবে বিজেপি কর্মীরা আসলেও এদিন অন্য কোনো রাজনৈতিক দল নেতা কর্মীদের দেখা না পাওয়ায় রমন শর্মা বলেন জাতীয়তাবাদের ভাবনা সবার মধ্যে থাকা উচিৎ।

About Burdwan Today

Check Also

কোজাগরীতে মধ্যবিত্তের পকেটের লক্ষ্মীতে টান!

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শারদীয়া দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমার তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *