রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ দীর্ঘ করোনা আবহের জন্য মিলছে না বড় বড় জনসমাগম এবং অনুষ্ঠানের অনুমতি। আর এরই মাঝে চরম সংকটে পড়েছেন ডেকোরেটর, লাইট মাইক ক্যাটারিং শিল্পের সাথে যুক্ত মানুষজন। উল্লেখ্য করোনা আবহের মাঝে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৫০ জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনও পর্যন্ত। আর সেকারনেই সরকারি বিধি নিষেধের গ্যারাকলে পড়ে ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন সারা রাজ্যের ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত মানুষজন। অবিলম্বে বিধি নিষেধ উঠিয়ে নেওয়া, এমএসএমই দপ্তর এর মাধ্যমে স্বল্প সুদে ডেকোরেটরের অনুদান প্রদান এবং ডেকোরেটর শিল্পের উপর উচ্চহারে জিএসটি কমানোর দাবি সহ একাধিক দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি।
সেই ধর্মঘটকে সফল করতেই সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির উদ্যোগে একটি বিশেষ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে বুনিয়াদপুর শহর বংশীহারী ব্লক সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার ডেকোরেটর ব্যবসা সাথে যুক্ত বহু মানুষ জন উপস্থিত হয়েছিলেন।
Social