Breaking News

    পথনাটিকার মাধ্যমে সচেতনতা প্রচার পুলিশের

     

    দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ -কে সামনে রেখে ছাতনা থানার উদ্যোগে পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে ছাতনার দুটি জনবহুল মোড়ে এক পথনাটিকার আয়োজন করে সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি করা হয়। গত এক মাস ধরে চলছে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে পথচলতি মানুষদের বোঝানোর মধ্য দিয়ে পালিত হয় এই কর্মসূচি। এদিন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শুশুনিয়া ঐকতানের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় এই পথনাটক “পথসংস্কৃতি“। এই পথনাটক দেখতে দর্শকদের সংখ্যা ছিল নজরকাড়া।

    পথচলতি এক দর্শক সুজিত চ্যাটার্জি বলেন, আমরা এই বিষয়গুলো আমরা সবই জানি, শুধু মানিনা।  এই নাটকটি আমাদের মুখের সামনে আরও একবার সচেতনতার আয়নাটি তুলে ধরল।

    নাটকের নাট্যকার ও পরিচালক কৌশিক মন্ডল বলেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়, তো সেই নাটকের মধ্য দিয়েই আমরা সাধারণ মানুষকে আরেকটু সচেতন করার চেষ্টা করলাম যাতে পথ সংস্কৃতি আরও বেশি মজবুত করে তুলতে পারি।

    About Burdwan Today

    Check Also

    এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

    জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *