টুডে নিউজ সার্ভিস, হুগলিঃ “নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়-এর সন্ধান চাই”- এমনি পোস্টার পড়ল হুগলির পান্ডুয়ায়। বুধবার পান্ডুয়ায় বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে ও তেলিপাড়া মোড়ে এমনি পোস্টার দেখা যায়। তবে পোস্টারের নিচে কোনো নাম লেখা নেই, কারা এই পোস্টার লাগিয়েছে সেটা বোঝা যায়নি।
তৃণমূলের অভিযোগ লোকসভা ভোটে জেতার পর থেকেই বিজেপি সাংসদকে বহু দিন হুগলি জেলায় দেখা যায়নি। এ বিষয়ে বিজেপির দাবি, শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁকে দল উত্তরাখণ্ডের দায়িত্ব দিয়েছেন।
সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের জানান, “আমি উত্তরাখণ্ডে দলের কাজে ব্যস্ত আছি। সেই সঙ্গে সংসদে অধিবেশন চলছে৷ তাই যেতে পারছি না। জেলার কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। দলে বিভাজন তৈরির জন্য এই পোস্টার দেওয়া হয়েছে।”
Social