টুডে নিউজ সার্ভিস, চুঁচুড়াঃ চুঁচুড়া নারকেল বাগান এলাকার বন্ধ ঘর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম দীপক ব্যানার্জি(৭০)। এলাকার বাসিন্দারা গত দু’দিন ধরে তার কোনো সারা শব্দ পাননি। আজও কোনো সারা না পেয়ে চুঁচুড়া থানার পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে।
বৃদ্ধের এক আত্মীয় জানান, দীপক বাবু বাড়িতে একাই থাকতেন। রান্নাবান্না করতেন নিজেই। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাই হোম সার্ভিসের ব্যবস্থা করে দেওয়া হয়। গত পরশু তার আত্মীয় দীপ্তি বসু এসে দেখে যান খুবই অসুস্থ অবস্থায় রয়েছেন। সকালে নারকেল বাগানে বৃদ্ধের বাড়িতে আসেন দীপ্তি দেবী। ডাকাডাকি করে সারা না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। জানালা দিয়ে দেখা যায় মৃত অবস্থায় পরে রয়েছে ঐ বৃদ্ধ।
সম্ভবত বার্ধক্যজনিত কারণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।