বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ রাস পূর্ণিমা উপলক্ষে নদীয়ার নবদ্বীপ আগমেশ্বরী পাড়া রয়েল ক্লাব পরিচালিত পার্থসারথি ৬৭তম বর্ষে এবছরের রাস উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডাবলু.বি.এস.আর.ডি-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এন্ড টেক্সটাইল দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভেদানন্দ থান্দার। এছাড়াও উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেন্দ্রনাথ সিংহ নবদ্বীপ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, সহ আরও অনেকে। এই দিন সন্ধ্যায় পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পার্থসারথি পূজার শুভ সূচনা করেন অনুব্রত মণ্ডল সহ নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা।
মহাভারতের বিভিন্ন চরিত্র ও ঘটনাবলী পটচিত্রের মধ্য দিয়ে তুলে ধরার পাশাপাশি এই বছর রয়েল ক্লাবের পূজামণ্ডপে জায়গা করে নিয়েছে সমাজ সচেতনতা মূলক পটচিত্র ও কারুকার্য।
যা সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে পূজামণ্ডপটি বলে জানিয়েছেন রয়েল ক্লাবের সম্পাদক নিতাই বসাক।
Social