বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ তেহট্ট সাব ডিভিশনের মানুষের চিকিৎসার অন্যতম জায়গা তেহট্টো মহকুমা হাসপাতাল। এতদিন সঠিক পরিষেবা ঠিকমত পেতেন না সাধারণ মানুষ এমনটাই অভিযোগ ছিল। কিছুদিন আগে হাসপাতালে দায়িত্বে এলেন নতুন সুপার ডাঃ বাসুদেব মন্ডল। উনি আসার পরেই এলাকার মানুষকে দেখিয়েছেন যে ইচ্ছে থাকলে উপায় অবশ্যই হয় এবং দায়িত্ব নেওয়ার পরেরদিন থেকে উনি কাজে নেমে পড়েন এবং নতুন কবে হসপিটালকে সাজিয়ে তোলার কাজ শুরু করেন। তারপর থেকেই হাসপাতালে শুরু হয়ে যায় মেজর অপারেশন এবং আউটডোর। দীর্ঘদিন ধরে হসপিটালে রোগীর আত্মীয়রা অভিযোগ করে আসছিলেন সময়মতো আউটডোরে ডাক্তারবাবুরা আসছেন না আর এখন কিন্তু চিত্রটা একদম আলাদা। সকাল দশটার মধ্যেই রোগীরা দেখতে পান প্রায় ৭-৮ জন ডাক্তারবাবু আউটডোর চেম্বারে বসেছেন। এই হাসপাতালে উপরে শুধুমাত্র তেহট্ট মহকুমার বাসিন্দারাই নয় এর উপর নির্ভরশীল আশেপাশে দুটি জেলার মানুষ। এই হাসপাতালে এখানে সমস্ত রকম অপারেশন, সিজারও হচ্ছে।
হাসপাতালে সুপার বাসুদেব বাবু সাংবাদিকদের জানান, আমরা হাসপাতালে সমস্ত বিভাগের কর্মী ডাক্তার ও নার্সের সাথে নিয়ে কাজ করছি আমরা একটা টিম, তেহট্ট মহকুমা হাসপাতালে পরিষেবা শুধুমাত্র উন্নতি করা নয় জেলার মধ্যে অন্যতম সেরা হসপিটাল হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।এলাকাবাসীর মতে, নতুন হাসপাতাল সুপারের কড়া মনোভাব এবং উদ্যোগী মনোভাবের কারণে একটি লুপ্তপ্রায় হসপিটাল পুনরুজ্জীবন পেল।
Social