নক আউট ফুটবল টুর্নামেন্ট

Burdwan Today
2 Min Read

 

পাপু লোহার, দুর্গাপুরঃ  কৃষ্ণরামপুর মা মাটি মানুষ ক্লাবের পরিচালনায় ৭তম নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ফাইনাল খেলার সুচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। জাঁকজমক ভাবে অতিথি বরণ, পতাকা উত্তোলন, বিভিন্ন সম্প্রীতির প্রদর্শনী, তোপধ্বনি, ফটবল জগিং সহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আগত দর্শকদের মনরঞ্জন করা হয় ক্লাবের পক্ষ থেকে। খেলা দেখতে এলাকার আশপাশ থেকে অগনিত মানুষের ঢল নামে খেলার মাঠে। এদিন বর্ধমান এসএস কনস্ট্রাকশন ও মেমারী একাদশ ফাইনালে মুখমুখি হয়। খেলায় বর্ধমান এসএস কনস্টাকসন ৩-০ গোলে জয়লাভ করে। ক্লাবের পক্ষ থেকে তাদের নগদ ৫০ হজার টাকা, দশ ভরি রুপোর বল ও বিজয়ী ট্রফি তুলে দেওয়া হয়। তাছাড়া বিজতী দল পায় নগদ ৪০ হাজার টাকা, ছয় ভরি রুপোর বল ও বিজয়ী ট্রফি। খেলায় ম্যান অফ দ্যা সিরিজ হন বর্ধমানের গৌতম দাস। তাকে ২ ভরি রুপোর চেন ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ম্যান অফ দ্যা ম্যাচকেও পুরস্কৃত করা হয়। সমগ্র ওই কর্মসুচীর আয়োজন করেন ক্লাব সভাপতি মহঃ জাকির হোসেন। 

উপস্থিত ছিলেন, গলসি বিধায়ক নেপাল ঘুরুই, পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহঃ আসরাফউদ্দিন, প্রাক্তন ভারতীয় জাতীয় দলের ফুটবলার রহিম নবি, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মহঃ সাদ্দাম, জেলার তৃণমুল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, রাজ্য তৃণমুল কংগ্রেস এসসি ও এসটি সেলের সদস্য সুন্দর পাসোয়ান, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল সহ ব্লকের বহু গুনি মানুষজন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *