বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ গভীর রাত্রে হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে শক্তিনগর হাসপাতালে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি জানালেন প্রতিটি দুর্ঘটনায় খুবই বেদনাদায়ক। তবে আমি খবর পেয়েই সঙ্গে সঙ্গে প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি জানায়। তড়িঘড়ি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বলি বলে জানালেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রবিবার তিনি শক্তিনগর হাসপাতালে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। দেখা করতে এসে তিনি জানান, মৃত ১৮ জনের দ্রুততার সঙ্গে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, যে মুহূর্তে দুর্ঘটনাটি ঘটেছে তখন প্রায় গভীর রাত সেই মুহূর্তেই যতটা সম্ভব চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। যারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছেন তাদের একটু ভাবা উচিত বলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন। প্রশ্ন উঠছে এখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার তিনি দাবি করেন জেলা স্তরের প্রতিটি হসপিটাল সুপার স্পেশালিস্ট হাসপাতাল। তাহলে সেই সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসা কোথায়। বারংবার অভিযোগ করছেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার। রাত দুটো থেকেই সকাল আটটা পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি বলেও অভিযোগ দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের।
দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের দাবি চিকিৎসার অভাবে একে একে প্রায় ৭ জনের মৃত্যু ঘটলো শক্তিনগর জেলা হাসপাতালেই। এখন দেখ আর যা বর্তমান চিকিৎসাধীন রয়েছেন তারা কতটা চিকিৎসা পান সেই বিষয় নিয়েও উঠছে প্রশ্ন।