টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে থেকেই জানিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে দুয়ারে সরকারের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী, সেইমতো রাজ্যে পরীক্ষামূলকভাবে বিভিন্ন এলাকায় শুরু হয়েছিল দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে রেশন বিতরণ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের একাধিক জায়গায় সঠিক ভাবে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী ঠিক ভাবে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আসেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। মন্ত্রী দুয়ারে রেশন ক্যাম্পে গিয়ে রেশন ডিলারদের সাথে কথা বলেন কি কি সুবিধা-অসুবিধা হচ্ছে, পাশাপাশি রেশন সামগ্রী নেওয়া গ্রাহকদের কি কি সুবিধা অসুবিধা হচ্ছে রেশন সামগ্রী নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে কথা বলেন মন্ত্রী।
এদিন দুয়ারে রেশন পরিদর্শনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দিব্যা মুরুগেসান,সহ অন্যান্য আধিকারিকরা।
Social