সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ প্রায় দু’মাস পর নিখোঁজ নাবালককে খুঁজে পরিবারে হাতে তুলে দিলো গোয়ালপোখর থানার পুলিশ। ছেলেকে পেয়ে খুশি অসহায় বাবা। নিখোঁজ ওই নাবালকের নাম আনোয়ার (১৩)। বাড়ি গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, জলপাইগুড়ির রেল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে সেখানকার পুলিশ। পুলিশ ওই নাবালককে জলপাইগুড়ি থানার গুড়ি হোমে পাঠিয়ে দেওয়া হয়। গোয়ালপোখর থানার পুলিশ জলপাইগুড়ি থানার পুলিশের সাথে যোগাযোগ করলে ওই নাবালক ছেলেটির সন্ধান পাওয়া যায়। জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় শনিবার রাতে ওই নাবালককে জলপাইগুড়ি থানার গুড়ি হোম থেকে নিয়ে আসে গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ ওই নাবালককে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।
অন্যদিকে নিখোঁজ নাবালকের বাবা জিয়াবুল হক জানিয়েছেন, গত জুলাই মাসের ১৩ তারিখে আমি কাজ করতে গিয়েছিলাম বিহারের কিষানগঞ্জে সঙ্গে ছেলেকেও নিয়ে গিয়েছিলাম। সেখানে একটি দোকানে ছেলেকে খাবাছিলাম। হঠাৎ ছেলে ওখান থেকে পালিয়ে যায় অনেক খোঁজাখুজি করার পরেও কোনো সন্ধান না পাওয়াতে গোয়ালপোখর থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করি। আজ ছেলেকে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং গোয়ালপোখর থানার পুলিশ ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
Social