দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, দীর্ঘ ২২ মাস পরে অপেক্ষার অবসানে আনন্দিত ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক মহল। করোনার প্রভাবে লকডাউন, বন্ধ ব্যবসা ক্ষেত্র থেকে স্কুল, কলেজ এবং ব্যবসায়িক অন্যান্য প্রতিষ্ঠান।
স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বাদে প্রায় সবার বন্ধ গেট খুলে গেছে একে একে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের গেট যেন কিছুতেই খুলছিলোনা, অবশেষে ১৬ নভেম্বর সেই সময় উপস্থিত। অতএব দীর্ঘ প্রতীক্ষার অবসান, নির্ধারিত ১৬ তারিখে খুলেছে স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। আনন্দিত ছাত্র-ছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। আমাদের সংবাদমাধ্যমের ক্যামেরায় বাঁকুড়া রাজখামার উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের চোখমুখে সেই আনন্দ-উচ্ছ্বাসে ধরা পরল বার বার।