টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৪০তম বর্ষে বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের এবারের তাদের থিম কাঠ পুতুলের ঢংয়ে। এবারের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
এছারাও এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জী সহ পৌর প্রশাসক আইনুল হক। এছাড়াও জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জেলার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার সহ অন্যান্যরা।