টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবর্জনায় ঢেকেছে বর্ধমানের তেঁতুলতলা বাজার। রাস্তার উপর জমেছে আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। তিন চারটি ওয়ার্ডের আবর্জনা ফেলা হচ্ছে তেঁতলতলা বাজার ডাস্টবিনে। আবর্জনায় ভর্তি হয়ে গেছে গোটা অঞ্চল। যার জেরে অতিষ্ঠ এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন পথচলতি মানুষরা। রাস্তায় গাড়ি ঘোড়ার জ্যাম হচ্ছে। এরফলে সমস্যায় পরতে হচ্ছে নিত্যযাত্রীদের। কয়েক বছর ধরে জমা হচ্ছে আবর্জনার স্তূপ। প্লাস্টিক থেকে শুরু করে থার্মোকলের থালা, সবই পড়ে আছে। কুকুর মুখে করে তা রাস্তায় টেনে তুলছে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল শেখ বলেন, পুরসভা এখানে পরিষ্কার করলেও প্রতিদিন এত পরিমাণে আবর্জনা জমা হয়েছে সবটা করে হয়ে ওঠেনা। দুর্গন্ধ ছড়ায়। রাস্তায় আবর্জনা পড়ে। এর ফলে রাস্তা জ্যাম হয়ে যায়। সকালে আবর্জনা আমার দোকান পর্যন্ত উঠে আসে। এ ব্যাপারে পুরসভার প্রসাশক প্রণব চ্যাটার্জী বলেন আমরা বর্ধমান শহরকে আবর্জনা মুক্ত করতে উদ্যোগ নিয়েছি, এখনও কিছু জায়গা আবর্জনা জমা হয়ে আছে। শিগগিরি আমরা পরিষ্কার করার ব্যবস্থা নেব। আমরা বর্ধমানকে ডাস্টবিন মুক্ত করতে চাই।