প্রবীর মণ্ডল, বর্ধমানঃ নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর রেশন দোকানে নয় এবার দুয়ারে রেশন পাবে উপভোক্তারা। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমান ২ ব্লকের বাম এলাকায় রেশন ডিলার গাড়ি করে এসে মুখ্যমন্ত্রীর কথামতন ৫০০ মিটারের মধ্যে তারা সকল উপভোক্তাদের হাতে এই দুয়ারে রেশন পরিষেবা দেয়। এদিন রেশন নিতে আসা উপভোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।
এক উপভোক্তা জানান আমাদের বাড়ি থেকে রেশন দোকান অনেকটাই দূরে তাই আমাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হতো আজ মুখ্যমন্ত্রীর জন্যই আমরা বাড়িতে বসেই অর্থাৎ বাড়ির কাছেই রেশন পাচ্ছি এর জন্য আমরা খুবই উপকৃত এবং সর্বপ্রথম মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি।
অপরদিকে রেশন ডিলার সুকুমার সামুই জানান, আমরা এখানে রেশন দিতে এসে দেখছি উপভোক্তাদের উৎসাহ খুবই চোখে পড়ছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করছেন আমাদের রেশন দিতে কোনো অসুবিধা হচ্ছে না। আজ ১০০ বস্তা মাল এই গাড়িতে করে এনেছি যত সময় মাল থাকবে তত সময় আমরা উপভোক্তার হাতে এই রেশন সামগ্রী তুলে দেব। এদিন বৈকুন্ঠপুর এক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান জানান, দুয়ারে রেশন পেয়ে গ্রামের মানুষ খুব উপকৃত হচ্ছে।