পাপু লোহার, কাঁকসাঃ সড়ক দুর্ঘটনা রোধ করতে দু’নম্বর জাতীয় সড়কে কড়া নজরদারি শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বুদবুদ থানার তিল ডাং মোড়ে বুদবুদ থানা ও বুদবুদ ট্রাফিকের যৌথ উদ্যোগে নতুন ট্রাফিক পুলিশের অফিস উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনার অফ পুলিশ হেডকোয়াটার অংশুমান সাহা, কাঁকসা এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, বুদবুদ থানার ওসি এবং বুদবুদ থানার ট্রাফিক ওসি পুলিশ আধিকারিকরা।
এদিন নতুন ট্রাফিক অফিসের উদ্বোধনের পাশাপাশি নতুন অফিসের সামনে বৃক্ষরোপন অনুষ্ঠান ও করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার সুধীর কুমার নীলকান্তম জানিয়েছেন, নতুন ট্রাফিক অফিস উদ্বোধন হওয়ার ফলে সড়ক দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে রাস্তার উপরে গবাদিপশু উঠে আসে এবং জাতীয় সড়কের পৃথিবীর সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে সাধারণ মানুষের পারাপার করার জন্যই অধিকাংশ সময় দুর্ঘটনা ঘটে থাকে। সেই বিষয়গুলি নজরে রাখার জন্য আরো অনেক সুবিধা হবে ট্রাফিক পুলিশ কর্মীদের। এদিন তিনি সকলকে সাবধানে এবং সচেতন ভাবে গাড়ি চালানোর জন্য আবেদন করেন।
Social