প্রবীর মণ্ডল, বর্ধমানঃ নিম্নচাপ জাওয়াদের জেরে শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে ক্ষতির মুখে বর্ধমানের চাষীরা। বর্ধমান ২নং ব্লকের বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ পাকা ধান জলে নষ্ট হতে বসেছে, অনেক চাষী ধান কাটলেও ঘরে তুলতে পারেনি সেই ধান জলের মধ্যে রয়ে গেছে। আবার আলু জমি পরিণত হয়েছে পুকুরে। জলের তলায় চলে গিয়েছে চাষের জমি। চাষের জমিতে জল জমে যাওয়ায় ধান ও আলু চাষে বড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে ক্ষতির মুখে পড়ে মাথায় হাত চাষীদের।
এক আলু চাষী জানান, ঋণ নিয়ে আলু চাষ করেছি আজ সব শেষ হয়ে গেছে। বাজারেও অগ্নিমূল্য সবজির দর তাই একটু লাভের মুখ দেখতে আলুর পাশাপাশি বিভিন্ন সবজির চাষ করেছিলাম এই বৃষ্টির ফলে তাও নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কিছুটা সরকারি সাহায্য মিললে খুবই উপকৃত হব।
সোমবার বর্ধমান ২ ব্লকের কর্মাধ্যক্ষ সৌভিক পান ও প্রণয় রায় বিভিন্ন এলাকা পরিদর্শনে যান এমনকি তাঁরা মাঠে নেমে চাষীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন এই বিষয়টা নিয়ে দেখছি এবং প্রশাসনকে জানাবো যাতে চাষীদের সাহায্য হয় ।
Social