পাপু লোহার, বর্ধমানঃ প্রায় চল্লিশটি হাতির একটি দল দামোদর পেরিয়ে গলসিতে ঢুকে পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোর রাত থেকেই বাঁকুড়ার শালতোড়া জঙ্গল থেকে দামোদর পেরিয়ে প্রায় চল্লিশটি হাতির দল গলসি রামগোপালপুর এলাকায় ঢুকে পড়ে। পিছনে আরও একটি পঁয়ত্রিশটি হাতির দল রয়েছে বলে বনদপ্তর সূত্রের খবর। হাতির দলটিতে দাঁতাল পুরুষ হাতির পাশাপাশি রয়েছে মহিলা ও শিশু হাতিও। হাতিগুলি গলসি এলাকায় ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
এত বড় একটি হাতির দলকে কি করে বাগে আনা যায় তা ভাবতেই ঘাম ছুটেছে বনদপ্তরের কর্তাদের। হাতিগুলোকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে তৎপর হয়েছে প্রশাসন। সে ক্ষেত্রে হুলা পার্টি ও কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে বলে বর্ধমান রেঞ্জের বনদপ্তর সূত্রের খবর।
Social