চ্যাটার্জি বাড়ির জন্মাষ্টমী পূজা

Burdwan Today
0 Min Read

তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ  জেলার ভরতপুর ১ ব্লকের জজান গ্রাম পঞ্চায়েতের  যাদবপুর গ্রামে চ্যাটার্জীদের বাস প্রায় ৩০০ বছরেরও বেশি। তাদের  আরাধ্য  কুলদেবতা রঘুনাথ  জি। প্রায় আড়াইশো বছরের পুরাতন এই পুজা। প্রতিবছর তারা পালন করেন জন্মাষ্টমী ও নন্দোৎসব। নন্দোৎসবের দিন রঘুনাথের অন্নভোগ হয়, হয় কাঁদা খেলা। নারকেল কাড়াকাড়ি । এবছরও তার ব্যাতিক্রম নয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *