তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ ব্লকের জজান গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে চ্যাটার্জীদের বাস প্রায় ৩০০ বছরেরও বেশি। তাদের আরাধ্য কুলদেবতা রঘুনাথ জি। প্রায় আড়াইশো বছরের পুরাতন এই পুজা। প্রতিবছর তারা পালন করেন জন্মাষ্টমী ও নন্দোৎসব। নন্দোৎসবের দিন রঘুনাথের অন্নভোগ হয়, হয় কাঁদা খেলা। নারকেল কাড়াকাড়ি । এবছরও তার ব্যাতিক্রম নয়।
Check Also
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরাক্রম দিবস, পরীক্ষা পে চর্চা ও কুইজ প্রতিযোগিতা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পরাক্রম দিবস, পরীক্ষা পে …
Social