বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার চাপড়া থানার লক্ষ্মী গাছা এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকার। ওই ব্যক্তি তৃণমূল কর্মী বলে পরিচিত। মৃত ব্যক্তির নাম জাহানদার শেখ(৫০)। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতোই ভরসন্ধ্যায় লক্ষী গাছা মোড়ে চায়ের দোকানে চা খেতে আসেন। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎই পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক বার কোপ মারেন দুষ্কৃতীরা। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। চাপড়া থানায় খবর দিলে পুলিশ এসে সাথে সাথে দেহ উদ্ধার করে চাপড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কে বা কারা এমন ঘটনা ঘটালো তা এখনও জানা যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, দিন কয়েক আগেই জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসেন মৃত জাহানদার শেখ। বাড়ি ফেরার পর থেকেই হুমকির মুখে পড়ছিলেন মৃত জাহানদার শেখ। সেই মত চাপড়া থানায় জানানো হয়। তবে মৌখিক ভাবে বললেও লিখিত ভাবে কিছু জানায়নি বলে খবর। তবে প্রশাসনের থেকে মৌখিক আশ্বাসে তিনি ফিরে আসেন বাড়িতে এবং তার কিছুদিন পরেই মৃত্যু হল জাহানদার শেখের।
স্থানীয় সূত্রে খবর, ইটভাটার মাটি কেনাবেচাকে কেন্দ্র করে অনেক আগে থেকেই একটি বিবাদ আছে। তবে এই ঘটনার পরে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। চাপড়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালে পাঠায়।
এবিষয়ে তৃণমূলের নদীয়া জেলার উত্তরের সভাপতি জয়ন্ত সাহা জানান, ওই মৃত ব্যক্তি জাহানদার শেখ তিনি কোনোমতেই তৃণমূলের সাথে জড়িত নন। শুধু তাই নয় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। যদি এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের প্রশাসন খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক। পাশাপাশি এই খুনের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা সন্দীপ মজুমদার। গোটা ঘটনার তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ।
Social