পাপু লোহার, পানাগড়ঃ মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে পানাগড় বাজারের গুরুদুয়ারের সামনে নিকাশি নালার মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সাগর বাগদী (৫০)। তার বাড়ি বুদবুদের ভরতপুরে। এলাকায় দিনমজুরের কাজ করার জন্য তিনি পানাগড়ে থাকতেন দীর্ঘদিন ধরে। সোমবার রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কি কারণে মৃত্যু তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
Social