পাপু লোহার, দুর্গাপুরঃ দুর্গাপুরে গাড়ির শো-রুম থেকে এক যুবককে অপহরণের অভিযোগ। দিনে দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘন্টা তিনেকের মধ্যে পুলিশ বুদবুদ থেকে অভিযুক্তদের আটক করলেও গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে। দুর্গাপুরের কাঁকসার খাটপুকুর সংলগ্ন একটি চার চাকা গাড়ির শো-রুম থেকে যুবককে অপহরণের অভিযোগ। দিনে দুপুরে কাঁকসার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অপহৃত যুবক রাহুল মন্ডল শো-রুমের সেলস ম্যানেজার। মাস দেড়েক আগে দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা সংলগ্ন গাড়ির শো-রুম থেকে একটি চার চাকা গাড়ি কিনে ১১ হাজার টাকা দিয়ে সেই গাড়ি বুকিং করে বুদবুদের কৃষ্ণরামপুরের বাসিন্দা শেখ আরিফুল হক। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ হটাৎই জনা দশেক লোকজন এনে গাড়ির ঐ শো রুমে ঢুকে পড়ে শেখ আরিফুল, এরপর রাহুল মন্ডল নামে শো-রুমের ঐ সেলস ম্যানেজারকে টানতে টানতে শো রুমের বাইরে বের করে নিয়ে গিয়ে জাতীয় সড়কের বর্ধমানগামী লেনের ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চাপিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। বাঁধা দিতে গেলে তাদেরকেও অপহরণ করে নেওয়া হবে বলে হুমকি দিতে থাকে শেখ আরিফুল ও তার দলবলরা। আতঙ্কিত হয়ে পড়েন শো-রুমের কর্মচারীরা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ, তারা তদন্ত শুরু করেছে, শো-রুমের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকে শুরু করে।গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁকসার বাঁশকোপা সংলগ্ন খাটপুকুর এলাকায়। দিনে দুপুরে অপহরণের মতো ঘটনার অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়ে। সময়মতো গাড়ি ডেলিভারি কেন হয়নি এই প্রশ্ন তুলে শো-রুমের সেলস ম্যানেজারকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।ঘন্টা দুয়েকের মধ্যে বুদবুদ থানার পুলিশ গাড়ি সহ অপহরণ হওয়া যুবক সহ আরিফুলকে আটক করলেও গোটা ঘটনায় টানটান উত্তেজনা এলাকা জুড়ে, প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়ে।