Breaking News

গাছ-সাইকেল-পরিবেশ তিনে হোক মননিবেশ, চলতে থাকুক বইপড়া পদ্য গদ্য আর ছড়া

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ  ৪৪ তম বর্ধমান বইমেলার স্টল নং ৮৫ তে থাকছে পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি ও বর্ধমান সাইক্লিং ক্লাব। অনান্য বারের মতন এইবারেও নতুনত্ব থাকছে তাদের এই স্টলে। বই গাছ যেমন কিনতে পারেন তেমন পেতে পারেন বিনামূল্যেও। আজ থেকে বিগত দিনে পোস্ট করা সাইক্লিং বা বৃক্ষরোপণের ছবি রিপোস্ট বা শেয়ার করলেই পেতে পারেন ফ্রিতে গাছ বা বই। সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে আউটরিচ হওয়া ব্যাক্তিরাই এই সুযোগ পাবেন। রিপোস্ট বা শেয়ারের সময় শুধু #GCP3C #GoGreen এটা লিখতেই হবে, পরিবেশ কে আরো সবুজ আরো সচেতন করার কাজে যারা নিয়োজিত তেমন মানুষজনকে আরও উৎসাহী করতেই এমন উদ্যোগ। সাথে সাথে আগের বারের মতন ৫কেজি প্লাস্টিক বা থার্মোকল বর্জ্য আনলেই পাবেন ১টি বই বা গাছ। 

মেলার এই স্টলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরুপ চৌধুরী, তিনি এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *