টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঘূর্ণিঝড় জাওয়াদ ক্ষমতা হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, দু’দিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। মাঠের সব ফসল জলের তলায় চলে গেছে। সোমবার জামালপুর ব্লকে বৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা কৃষি আধিকারিক জগন্নাথ চ্যাটার্জী, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন তাঁরা জামালপুরে বিভিন্ন এলাকা ঘুরে ধান জমি, আলু জমি ও অন্যান্য ফসলের জমি দেখেন। প্রত্যেকেই স্বীকার করেন যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাঁরা যথাযথ জায়গায় এ বিষয়ে রিপোর্ট করবেন। যাতে কৃষকরা কিছুটা সাহায্য পায়।