Breaking News

কামারহাটিতে ঝাঁটা হাতে পথে নামল মহিলারা

   

টুডে নিউজ সার্ভিস, কামারহাটিঃ বিশিষ্ট সমাজসেবী নির্মলা রায়ের তত্ত্বাবধানে কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে সোমবার মদ ও গাঁজার প্রতিবাদে ঝাঁটা হাতে মহিলারা মিছিল করে। সেই মিছিলে হামলা চালায় একদল দুষ্কৃতীরা। 

জানা যায়, বেআইনিভাবে এই এলাকায় মদ-গাঁজার অসামাজিক কার্যকলাপ চলে। এরই প্রতিবাদে ঝাঁটা হাতে এদিন প্রতিবাদে নামেন এলাকার মহিলারা। মহিলাদের নিয়ে এই মিছিলের মাধ্যমে এলাকার মানুষদের সতর্ক করতে প্রতিবাদে সরব হয় বিশিষ্ট সমাজসেবী নির্মলা রায়। মিছিল মাঝপথে বাধা দেয় স্থানীয় যুবকরা। এলাকার যুবকেরা চড়াও হয় নির্মালা রায়ের উপর এবং  মিছিল ছত্রভঙ্গ করে দেয়। মহিলাদের সঙ্গে দু’পক্ষের ধস্তাধস্তি হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত সকল মহিলা ও সমাজসেবী নির্মলা রায়কে মারধর করা হয় বলে।

About Burdwan Today

Check Also

ডাক্তারবাবু মেয়েকে বাঁচান! সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *