রাহুল রায়, কাটোয়াঃ সারদা মায়েকে স্মরণ করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পাটখিলি পাড়ায় ডাঃ অসীম কুমার হাজরার উদ্যোগে সাহিত্যিক বিষয় নিয়ে এক আলোচনা সভা ও দন্ত চিকিৎসা কেন্দ্রর উদ্বোধন অনুষ্ঠান হল রবিবার। উপস্থিত ছিলেন সুকুমার রুজ, অধ্যাপক তথা আলোচক ডাঃ রবীরঞ্জন সেন, ডাঃ রবীন্দ্রনাথ মন্ডল, আলোচক শ্যামল কান্তি শিকারী,শিক্ষিক পরিমল চট্টোপাধ্যায়, সভাপতি দীপ্তিকুমার বন্দোপাধ্যায়,শিক্ষক দেব কুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এলাকার মানুষদের পরিষেবা দেওয়ার জন্য দন্ত চিকিৎসা কেন্দ্রর উদ্বোধন করা হয়।
এদিন দুটি বই প্রকাশিত হয়, আলভাঙ্গা ও গল্পে কবিতায় ছেলে খেলা। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিল। পাশাপাশি কবিতা, গান ও ভাদু গান অনুষ্ঠিত হয়। ডাঃ অসীম কুমার হাজরার এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।