দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বি আর জি এফ স্কীমের অন্তর্গত মঙ্গলপুর পঞ্চায়েতের কুশমুড়ি এ সাইডে অফিসের কাছেই জলের পাইপ লাইন কেটে যাওয়ার কারণে ৭ নভেম্বর থেকে বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ।সাপুড়া, জাগলদ্বীপ, ভাবাপুর, গেছো, খটনগর, সহ অন্যান্য গ্রামে জলের সংকট দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে ট্যাপের জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় কোথাও কোথাও জল নেই আর যদিও বা জল আছে বিভিন্ন কারণে তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না এছাড়াও বাঁধের পাড় এলাকায় লিকেজের কারণে দীর্ঘ কয়েক মাস ধরে জয়নগর, ফতেপুর, তেঁতুলমুড়ি সহ অন্যান্য গ্রামে জল সরবরাহ বন্ধ।
এমন একটা ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ইন্দাস থানার ১০-১২ টি গ্রামে। দীর্ঘদিন ধরে ট্যাপের জল সরবরাহ বন্ধ। অফিসের কাছে জলের পাইপ লাইন লিক হয়ে পড়ে আছে। এ ব্যাপারে পিএইচই দপ্তরের এখনও হুস ফেরেনি বলে দাবি এলাকাবাসীদের।
Social