বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বেসরকারি স্প্রিনিং মিলের গেটের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন একাধিক চাকরিপ্রার্থীরা। তাদের দাবি দীর্ঘ ১৫ বছর ধরে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। ১৫ বছর আগেই চাকরিতে নিয়োগ করার কথা ছিল স্প্রিনিং মিল ম্যানেজমেন্ট বোর্ডের। দিনের পর দিন যায় শুধুই মিথ্যা প্রতিশ্রুতি এই কর্মহীন মানুষগুলোকে এমনটাই অভিযোগ চাকরিপ্রার্থীদের। এদিন চাকরির দাবিতে সকাল থেকেই অনশন বিক্ষোভে সামিল একাধিক চাকরিপ্রার্থীরা। তারা অভিযোগ করেন কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডকে জানিও কোনো সুরাহা মিলেনি। তারা এই সমস্যার কথা জানাতে গেলে তাদেরকে বারংবার হয়রানির শিকার হতে হয়েছে বলেও জানালেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হচ্ছে তারা আন্দোলনের পথ ছাড়বেন না। ভবিষ্যতে তারা আরও বৃহত্তর বিক্ষোভ ও আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিলেন।
Social