বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার কল্যাণী শিল্পাঞ্চলে রাজ্য সরকারের উদ্বৃত্ত জমি ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে। সরকার ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে বলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কল্যাণীতে এদিন দুটি জীবনদায়ী অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কল্যাণী স্পিনিং মিলের উদ্বৃত্ত জমি ছাড়াও অন্যান্য শিল্প সংস্থার উদ্বৃত্ত জমি কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে কল্যাণী শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করাই তাদের লক্ষ্য বলে জানান পার্থবাবু।
সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদদের সাসপেন্ড করা নিয়ে পার্থবাবু অভিযোগ করেন যে, বর্ষাকালের ঘটনায় শীতকালে ব্যবস্থা নিয়ে বিজেপি নিজেদেরকে হাস্যকর করে তুলছে। এভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেস এখন বাংলার বাইরেও নির্বাচনে ভালো ফল করছে বলে তিনি মন্তব্য করেন। কলকাতা পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নবীন ও প্রবীণদের নিয়ে তালিকা প্রকাশ করেছে বলে পার্থ চট্টোপাধ্যায় জানান।