Breaking News

কলেজে ভর্তির সমস্যা সমাধানে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন

 

    সব্যসাচী মণ্ডল, মালদাঃ  বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের যত জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন তারমধ্যে পাশের হার অনেক বেড়েছে। যার ফলে উচ্চশিক্ষার জন্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা যাচ্ছেন বিভিন্ন কলেজে। তবে বর্তমান বছরে বিগত বছরের তুলনায় পাশের হার অত্যন্ত বেশি হওয়ায় বিভিন্ন কলেজগুলিতে সীমিত হয়ে পড়েছে আসন সংখ্যা। অনার্স কোর্স ও পাশ কোর্সে সীমিত হয়ে পড়েছে এই আসন সংখ্যা গুলি। যার কারণে অনেক ছাত্র-ছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা ভর্তি হতে পারেননি কলেজে। এবার সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দরবার করা হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এমনকি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মালদা জেলার প্রতিটি কলেজে কলেজের অধ্যক্ষ কে ছাত্র-ছাত্রীদের ভর্তি আসন সংখ্যা বাড়ানোর বিষয় নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করা হচ্ছে।

       সারা জেলার পাশাপাশি গাজোল কলেজ ও গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গাজোল মহাবিদ্যালয়ে অনার্স কোর্সে ১০ শতাংশ ও পাশ কোর্সে ৪০ শতাংশ আসন বৃদ্ধির দাবি জানিয়ে গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও গাজোল কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজের অধ্যক্ষকে একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ, মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সুবীর কবিরাজ, রাজেশ দাস এবং বিভিন্ন অঞ্চল সভাপতি ও কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরা। এদিন অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষককে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া নিয়ে একটি ডেপুটেশন দেয়।

        ডেপুটেশন শেষে গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ জানান, বর্তমান বছরে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাটা অনেক। কিন্তু নির্দ্ধারিত আসন থাকায় সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা সীমিত হয়ে পড়েছে। যার কারণে আমরা অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বার্তা দিতে চাই অবিলম্বে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য আসন সংখ্যা বাড়াতে হবে।

           ডেপুটেশন গ্রহণ করে কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক জানান, ছাত্রছাত্রীদের ভর্তির আসন সংখ্যা বাড়ানো নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছে। আমরা সেই দাবী পত্রটি গ্রহণ করছি। এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

About Burdwan Today

Check Also

সাপের কামড়েও হারায়নি মনোবল, হাসপাতালে বসেই পরীক্ষা দিলো মাধ্যমিক পরীক্ষার্থী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষধর সাপের কামড়ে অসুস্থ হলেও পরীক্ষা থেকে মনোবল হারায়নি পূর্ব বর্ধমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *