সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ কয়লাকাণ্ডে শিল্পাঞ্চলে সিবিআই হানায় চাঞ্চল্য। সূত্র মারফৎ জানা যায়, ইসিএল এর রানীগঞ্জ জামুড়িয়া এলাকার জি এম অভিজিৎ মল্লিকের অভিজাত এলাকার আবাসনে সকালে সিবিআই এর দল হানা দেয়।
প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং তার সহযোগীদের উপর রাস টানতে শুরু করে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসে বেশ কিছু নামী দামী মানুষের নাম। পাশাপাশি এই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডি দফতর ও আলাদা ভাবে তদন্ত শুরু করে, ইতিমধ্যে ইডি তদন্ত স্বার্থে বেশ কিছু নেতা মন্ত্রী ও সরকারি আধিকারিকদের তলব করেছে।
Social