এক দিবসীয় নকআউট ক্রিকেট প্রতিযোগীতা

Burdwan Today
1 Min Read

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার ইন্দাসের বামনিয়া তরুণ সংঘের পক্ষ থেকে বামনিয়া ফুটবল মাঠে একদিবসীয় নকআউট ক্রিকেট প্রতিযোগীতার আয়োজন করা হয়। এদিনের ক্রিকেট প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় আমরাই চন্ডী বনাম নারুগ্রাম। টসে জিতে আমরাই চন্ডী ক্লাব  ৪ ওভারে ৫১ রান করে ৩ উইকেটের বিনিময়ে, এরপর ৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নারুগ্রাম ব্যাট করতে নেমে নির্ধারিত ৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৫০ রান করে। এদিনের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় ১ রানে জয়লাভ করেন আমরাই চন্ডী ক্লাব।

এদিনের খেলাটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকেরা জানান বর্তমানে যুব সমাজকে মাঠমুখী করতে এই উদ্যোগ। আগামী দিনে এলাকাবাসীর সহযোগিতা পেলে খেলাটিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ-কে পুরস্কৃত করা হয়। এছাড়াও ফাইনালে উভয় দলকে ট্রফিসহ নগদ পুরস্কারে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, বিশিষ্ট সমাজসেবী আতাউল হক, দীপক দলুই, দীঘলগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি রায়, সহ আরও অনেক বিশিষ্টজনেরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *