প্রবীর মণ্ডল, বর্ধমানঃ পড়ছে ঘন কুয়াশা জাঁকিয়ে বসেছে শীত। প্রতিদিন তাপমাত্রা একটু একটু করে কমছে। এই পরিস্থিতিতে গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে অনেক অসহায় মানুষ। সেইসব অসহায় দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে এগিয়ে এল বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান। রবিবার উড়ান-এর উদ্যোগে ও স্বস্তিপল্লী ভ্রাতৃ সংঘের সহযোগিতায় বর্ধমান ২ ব্লকের স্বস্তিপল্লী এলাকায় প্রায় ১০০জন দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের চন্দনের ফোঁটা ও ছোট চারা গাছ দিয়ে বরণ করা হয়। এদিকে শীতের শুরুতে একটু উষ্ণতার ছোঁয়া পেতে এই শীতবস্ত্র পেয়ে খুশি সকল মানুষেরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ ভ্রাতৃ সংঘ ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান-এর সকল সদস্যরা।
তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষেরা।
Social